আচ্ছা জীবনটা ছোট না বড়,
নাকি এইটুকু ,আমি দেখেছি যত।


কত শত আয়োজন এই জীবনে,
ছুটোছুটি লুটোপটি টেনশন , কাল কি হবে ?
কাল আসলেই জীবিত জীবন,
আফসোসে আপোষ করে ।
সেকেন্ডেই হিসেব নিকেষণ,
আর বাকী আছে কত?


জীবন এখানে ছোট না বড়,
নাকি শুধুই অনন্ত।


আমি দেখেছি কিছু দীর্ঘশ্বাস,
বুক চেপে আটকে এগিয়ে ,গলা চেপে ধরে ,
সামনে তাকিয়ে বারংবার বলে ,
এইতো আমি ভাল আছি ।
তুমি ভাল আছ তো ?


কি বলব জীবনকে এখানে ?
বড় নাকি বাড়ন্ত? ছোট নাকি ছুটন্ত?


আরো দেখেছি জীবনের নামে ,
এক সারি সাইনবোর্ড ।
বিজ্ঞাপনী ভালবাসা সেখানে ,
অনেক বড় হতে হবে।
তবেইনা ফুটফুটে সংসার ,
ফুটফুট অভিসার, প্রতিবার।
ফুটফুট ফুটন্ত ফাগুন ,কবে হবে শান্ত?


জীবন মুচকি হাসে,বয়সের দোষে
দাগ কাটা স্কেলের মত দাগ টেনে ।
বড় একটা স্কেল ,
ছোট ছোট দাগ দিগন্ত।


এটাই হয় তো জীবন "জীবন্ত"।