জানি আসবে না ফিরে ,
ফেরা পথ না ফেরার ভীরে  ।
আলো আঁধারি উল্টো গুনতি  ,
আমি আগুন্তি,
শূন্যতার নতুন ভোরে  ।


আসবে সুনামি  ,শান্ত আগামী  ,
বেঁচে থাকার ক্ষিদে  ,বেঁচে আছি বলে  ।
চাই না বড় হতে ,
তবুও যাচ্ছি বেড়ে  ।


স্পর্শ প্রথম বার,
না বলা জিজ্ঞাসার,
তুমি পূর্ণ, নাকি পূর্ণতার?
নাকি ইচ্ছে ঘুড়ি ,
কখনোই  আসবে না ফিরে   ।


এখন যখন সময়ের তীরে  ,
ভুলের মাশুল যাত-নারে  ,
যদি কখনো ইচ্ছে ঘুরি
ফেরে আবদনে।


আচ্ছা যদি কি সত্যি হয়,
যদি কি পূর্ণ হয় ,
যদি কি ফিরে আসে,
নাকি সে নিজেই ইচ্ছে ঘুড়ি   ,
আনমনে বারে বারে  ।


02/10/2018