আমি একা কথা বলি,
দুরের বন্ধু কাছে ডাকি,
অনলাইনে প্রতিদিন খোঁজাখুঁজি,
অফলাইনে নিজের মত একাই থাকি।


শৈশব বন্ধু আমার , অলি,
গালাগাল ,ছুটোছুটি আর অভিযোগ,
মার খেত গাধা টা, অথচ দোষ টা আমারি।
১৯৯৮ এর পর আর দেখা হয়নি।


তারপর রানেল ,
সাহসী জিজ্ঞাসার অসীম সাহসী,
মাঝে মাঝে, সাহস হারিয়ে ফেললেই ফোন করি,।


একসাথে চা খাব, বলেছি ,
এক যুগ পেরিয়ে ,এখনো সময় হয়ে ওঠেনি।


মনিরুজ্জামান , নির্ভরতার এক মূর্তি,।
আমি একা হলেই লেখি,
ও গান ধরে ,নিজস্ব এক ছন্দ,পরিপাটি
আমরা এক সাথে সব পারি,
শুধু কাঁদতে পারি না ।


ও নিজে ঠকেছে বহুবার ,
কিন্তু আজও কাউকে ঠকাতে দেখিনি।


মাছুম কিরে কেমন আছিস ,
আর কইছ না , কালা ধোঁয়া ,কলা খাবি।
তুই কেমন , জানি সমস্যায় ,
নো প্রবলেম, আমি আছি।


এই বন্ধু গুলো অনেকেরই নাই,
মন থেকে বলছি ,
তোদের অনেক ভালবাসি।।


০৩/০৮/২০১৯