শানিত অপমান, ব্যথিত অবদান,
মনুষত্য কড়া নাড়ে, নীরব আহবান,
প্রবেশ নিষেধ লিখিত সংবিধান।


বড্ড কাঁদতে ইচ্ছে করে,
সামাজিক কর্মকারে,
লজ্জিত নোনা জল ,আসতে মানা,
কেউ বলেনি  ,কেউ জানে না,
তবুও কেন যে বাঁধ ভাঙে না।


আমিও ক্লান্ত নই,
অবাধ্য মনে বিবেক বুনে রই, ।
শুধু ইচ্ছের জিজ্ঞাসা,
মানবতা ভালো আছেতো ,
নাকি এখানেও প্রবেশ নিষেধ,


কতৃপক্ষ দায়ী না  ।