কান্নার জল গুলো কালো হলে ভাল হতো,
তবে দেখতে পেতে ,
কতটা কালি আমি ঝড়িয়েছি এই রাতে ,
দেখতে পেতে ,নিপ ভাঙা কলমের কষ্ট ।


যদি লাল হতো , ব্যাথা গুলো,
দেখতে, হলি খেলার মত,
আনন্দ মিছিলের বলি,
ছড়িয়ে ছিটিয়ে আছি ।
লাল রং!কি রঙীন !কী স্বাধীন ! লালের সার্থ!


যদি চিরাচরিত নীল ধরা দিত ,
হয়তো বলতে ,এ আর এমনকি ,এতো ঠুনকো।
আমি নীল বিষ দেখিনি এখনো।
আমার আদ্দি কাল থেকে এখন পর্যন্ত,।
যদি তাই হতো , যদি তাই হয় ,
আকাশটা আমার দিকে তাকিয়ে আছে কেন?


ফাগুন হলদে , কমলা অথবা অন্য কোন রং এ ,
যদি বুঝতে ,আমি কেমন আছি এখানে ,
বলতে ভাল থেকো ,
রঙীন গিরগিটির মত।


তার চেয়ে এই ভালো ।
আমার কান্নার কোন রং নেই,
আমার কষ্টের কোন নিপ ভাঙা কলম নেই ,
ব্যাথাগুলো রক্ত লাল সিঁদুরের মত কথা বলে না,
আদ্দিকাল নীলকে ডেকে ,আকাশকে দেখিয়ে বলে না ,
আমার কি অবস্হা হয়েছে দেখো।


আচ্ছা কষ্ট ,ব্যাথা ,কান্নার কি কোন রং হয়?
তাহলে আমার পৃথিবী রঙীন হয় না কেন ?