সবজান্তা সমশ্বেরকে খুব দরকার,
একটা জ্যোতিষও লাগবে আমার।
নাওয়া খাওয়া দেব নানে,
খালি কলসি বাজায়ে,
পয়সার টুং টাং এ।


অনুভূতির পুঁজি আছে,
সব মিলিয়ে বিশ কুঁড়ি ।
দু চারবার তাকিয়ে থাকা ,
বাকিটা সময় অস্থির,।
এই বুঝি চলে যাবি। ……


গোলকধাঁধার চক্করে দাড়ায়া আছি,
১৬ টাকার ধোঁয়া…..
কিভাবে আটকে রাখি।


কিরে সমশ্বের আসবি কি?
জীবন অমনিবাস লিখবি কি?


সময়ের মা অভাগী আসছে,
সেই সাথে জ্যোতিষী।


হয়তো ভালই হবে,
খালি কলসির কথা কে না জানে।


১৭টাকা থেকে ১ টাকা আছে,
কেন এলিরে ,?


কাল এখন বিকাল,
সমশ্বেরতো জানে, ।


এখন প্রশ্ন ১ টাকার,
কেন এত মূল্য নাওয়া খাওয়ার………..?