আলতো চোখের আলসেমিতে ,
তাকিয়ে ছিলাম শেষ বিকেলে।
তাকিয়ে ছিলাম মায়া ধোঁয়াতে,
মায়া ছোঁয়া  আলতো আলোতে।
আলতো আলো দেখতে গিয়ে ,
আটকে গেছি আঁট আঘাতে।
আঁট আঘাত প্রশ্ন করে,
কোথায় যেন দেখেছি তোরে।


রাত বিরেতে কি এখনো হাঁটিশ?
হাঁটু ভোর কি এখনো গায়ে মাখিশ?
ঘুমোশ কখন , ?নাকি যখন তখন?
ছুটবি কত আর মনের মতন ?
নাকি হারিয়ে যাবি ?
ছায়া ধোঁয়াতে মায়া ছোঁয়াতে ।


বলার আছে বোন অনেক কথা ,
কচুরী পানার নেই বলার যোগ্যতা।
তাকিয়ে থাকি তাই, ছায়া ধোঁয়াতে
দুচোখ বুজি মায়া ছোঁয়াতে ।
ডাকবে কখন জানি , একা অপেক্ষায়,
বলবে ভাই আমার ,আয় এদিক আয়।
আয় এদিক আয়,লাগবে কি তোর ?
কি চলছে বল, তোর বুকের ভেতর ?


কচুরী পানার আছে শূন্য সান্ত্বনা।
ছায়া খোঁজে , মায়া খোঁজে, খোঁজে মন্ত্রনা ।
যন্ত্রনা আছে , বলবে কার কাছে ?
বলার মত কচুরী পানার কেউ কি আছে ?


কচুরীপানা ভাঁসতে থাকে , ভাঁসতে থাকে
কোথায় যাবে , কোথায় যাবে ?