নতুন কোন চিন্তা অথবা
নতুন কোন প্রাপ্তি এখন আর নতুনত্ব বহন করে না । নতুনত্ব হারিয়েছে তার জৌলস ।
কেন এমন হবে ?
যেখানে নতুনকে ঘিরে কত আনাগোনা ,
কত আয়োজন ,
কত স্বপ্নের বিচরণ।


অন্যরকম কিছু হবে , খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।


অনেক কিছু জানিনার মাঝখানে ,
অনেক হারিয়েছির আড়ালে ,
এখনো প্রাপ্তির পাল্লাটা ভারীই মনে হচ্ছে ।
আর তাই ২০০৪ এর পরে ডাইরী লিখতে বসে , কলম আটকে যাচ্ছে না ।
কলম চলছে কলমের নিয়মে ।


আচ্ছা কলমের কী কোন নিয়ম আছে ?
নতুন একটা কথা লিখে ফেললাম কলমের নিয়ম ।কলমের আত্মিক , পারিবারিক ,
সামাজিক , প্রাতিষ্ঠানিক ,
রাষ্ট্রীয় কোন নিয়ম আছে কিনা আমি জানিনা । আমার মতে কলমের নিয়ম হচ্ছে ইচ্ছেমত লিখে যাওয়া।


নিয়ম কেউ ভাঙে আবার কেউ যথাযথ পালন করে ।আজকের মত নতুন কিছুর মাঝখানে আমি না হয় নিয়মটা পালনই করলাম ।