চলো পেছনে ফিরে তাকিয়ে,
পেছনটা দেখে আসি।
পেছনের দেয়ালে কে আমি?
পেছনের দেয়ালে,
আমার কোন ছবি নেই।
বিন্দু বিসর্গ খুঁজতে গিয়ে,
দেখি দুটো ছায়া ছবি।
অনেকটা, না না পুরোটাই,
মায়ের মত বাবার মত।
কত সুন্দর কষ্ট ঘুড়ি।


আমার প্রজন্ম কি
এভাবেই আমাকে খুজবে?
খুঁজে কি পাবে?
পেছনের দেয়ালে,
আমার তো কোন ছবি নেই।
বিন্দু বিসর্গ তা ও নেই।
আছে একটা ছায়ার দুটো ছবি,
নাম দিয়েছি কষ্ট ঘুড়ি।