আমার একটা তুমি আছে ,
তোমার আছে কি?
তোমার থাকা--না থাকা ,
আমি কখনো ভেবেছি কি?
তোমার আমি , আমি তোমার ,
এইটুকু বলি আর এইটুকুই জানি।


তোমার আকাশ মেঘলা হলেই বা , আমার তাতে কি,
ভালবাসায় ভালোবাসতে হয়, আমি এইটুকুই জানি।


বোঝাপড়ার বোঝাবুঝি, কখনো বুঝিনি,
ক্লান্ত বিকেলে তুমিও ক্লান্ত, আমার চোখে পড়েনি ।,
একতরফা ভালবাসি বলে বেড়াই ,
আর এইটুকুই জানি , এইটুকুই মানি।


তোমায় ভেবে আজো কবিতা লিখি,
জানিনা তুমি পড়ো কি?
আমার লেখা আমি লিখি,
তোমার তাতে কি?
বেঁচে থাকার অভাবী স্বভাবে আমি এমনি,
শেষ বিকেলে এখনও শিশির খুঁজি, কুয়াশা দেখি।


সেই  কুয়াশা , যেখানে আমি আছি ,
আর আমার একটা তুমি আছে , ।
কুয়াশা আমার হাতটা একটু ধরবে কী?