মনের সকল দুয়ার খুলে,
বিধাতার বিধান ভুলে,
পৃথিবীকে বুকে তুলে,
বাঁদর নাচন নাচ্ছি মোরা হেলেদুলে।


শৈশব কেটেছে এই আশা  নিয়ে -
বড় হব একদিন,
হয়ে যাব স্বাধীন ,।
ঐ বাবার মত,
পকেট ভরতি টাকা কতশত,
মুখে একটাই বুলি অবিরত,
ঐ  পিচ্চি এক কাপ চা দিয়া যাতো ।।


যখন কৈশোরে পা দিয়েছি -
খাঁ বাড়ির গাছে উঠেছি,
স্কুলের সামনে আড্ডা মেরেছি,
ঘরের খেয়ে বনের মহিষ তাড়িয়েছি ।।।


যখন যৌবন চলে আসে -
তখন কতশত স্বপ্ন প্রতিনিঃশ্বাসে,
চোখের কোনে চোখ হাসে,
মুখ বলে ভালবাসে,
আর মন বলে -
আহ ,যদি সে থাকতো পাশে।।।।


যখন জন্মে মনে ক্লান্তির আঁশ,
হয়ে যাই বুড়ো কলা গাছ,
বুকে চাপা দীর্ঘশ্বাস,
চারিদিকে অবিশ্বাস,
শুধুই একটাই আশ্বাস,
মৃত্যুর পরেই পাব বেহেশতের সুবাস।।।।।


এটাই আমাদের জীবন চাঁকা,
শয়তানের দাড়ি কাঁচাপাঁকা,
নির্বাচিত মরিচীকা।।।।।...................


           এই লেখাটি লিখেছিলাম, ২০০৪। তখনকার সময় দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত হয়।