কোন এক সময় বলেছিল,
উত্থান পতন মনোব্যঞ্জন তুলির,
প্রত্যেক শুরুর অঞ্জলিতে ,
পাশে থাকবে কৃষ্ণকলি ।


টেপ রেকর্ডার অর্কাইভ বন্দনা,
এখন আমি নিজেই নিজের সান্ত্বনা।


বাবা বলেছিল পদ্মা নদীর মাঝি  ,
শেষ পর্যন্ত  হাল ছারেনি  ।
বাবাকে কোনদিন বলা হয়নি  ,
আর বলা হবেও না।
"কৃষ্ণকলিরা আশ্বাসে বসন্তকাল ,
প্রশ্বাসে, গোধূলি ফুরিয়ে আসে,
না সকাল, না বিকাল,।
শুধু বিজ্ঞাপন,
যত দুরেই থাকুন,
পাশে আছি অনন্তকাল। "


দিনের পর দিন,
সময়তো চলে যাবেই  ,
এখন আমি আমার ,  
নিজের সান্ত্বনা নিজেই।
শিরোনামে বিজ্ঞাপন,
বলা যায় মোটিভেশন
কন্ট্রিবিউশন ইজ ইকাল্টু কনক্লুশন।


18/10/18