ভঙ্গুর পথ আর কালবৈশাখীর উন্মাদনা,
অশান্ত মন ,অশান্ত সান্ত্বনা ।
বিচ্ছিন্ন সময়ের, একান্ত ক্লান্তি ,
পথ চলার ভুল ভ্রান্তি,।
আর কত ,আর কত,
দশমিক পয়সার হিসাব মিলবে কি?
পরাধীন স্বপ্ন, আর প্রয়োজনের দ্বন্দ্ব,
বেহিসেবী কৃপণ ,মেলাতে চায় ছন্দ,
আর কত ,আর কত ,
জিহাদী প্রতিজ্ঞা ,আর পারছি না।
ভাগ শেষের ভাগাভাগি, আর পৌনঃপুনিক ইচ্ছা,
এ জীবন একটাই, বুড়ো দাদুর কিচ্ছা।
সবজান্তার সব জানি,
শুধুই মানছি না।
নিষিদ্ধ আনন্দ
আর কত, আর কত?................