পিছন ফিরে তাকাই বারবার ,
পিছুটানে অভিমান না ফেরার,
সামনে অবুঝ অন্ধকার,
প্রাপ্তি আর অপ্রাপ্তির,
মাঝখানে আমার পথ পারাপার ।


কিরে স্বার্থ কেমন আছিস ?
আজো কি হিসেব কষিস?
নাকি আ মারি মতো ,
টিক টিক টিক টিক ফুরচ্ছে সময়,
গোধুলী আলোকিত অন্ধকার।


কিরে ক্লান্ত চা খাবি ?
নিকোটিন ফ্রি পাবি।
অবুঝ অন্ধকার আসছে আবার,।


জানিনা ,দেখা হবে কিনা ,
অপ্রিয় অবুঝ অন্ধকার,।
সময় স্বার্থ এখন আমায় বলে না কিছু আর ,।


০৪/১২/২০২১