ব্যস্ত ব্যস্ত ব্যস্ত বিচরন,
ব্যস্ত  ব্যস্ত ব্যস্ত  আচরন ,
ভাবনা ভাবনা ভাবনা আলোরন ,
ভাবনা ভাবনা ভাবের প্রয়োজন।


রগচটা বিবরন , রঙীন ভীষণ,
স্বান্ত স্বান্ত স্বান্ত সাধারণ ।
এলোমেলো এলো চুল ,এলো অনুক্ষণ
এলো ভুল , মেলো কুল এলো তনু মন।
বার বার শোনা,না শোনা বারন ,
দেখা অদেখা ,কি ছিল কারন ?


এরপর তারপর যেমন তেমন ,
উদাসীন উদয়ন , যখন তখন ।
ভালবাসা ভালবাসি , আমি সারাক্ষণ ,
একা একা একা পথ , তখনো এখন।


চেনা পথে ,চেনা সুর, অচেনা শোষণ
অচেনায় আগমন ,সময় চেতন ।
ব্যস্ত ব্যস্ত আবার ব্যস্ত বিচরণ
অসময় শুকনো ,শুকনো সাধারণ,
সময় অসময়ে ,অসাধ্য সাধণ।


২৬/০৯/২০২১