কত পথ আর হাঁটব,
দিন যায় দিবস গুনে।
স্বপ্ন কবে কিনব?

আহত বিবেক, শুকনো আবেগ,
পেট্রলে চলে পথ।
দিন শেষে পথটা একাই তো।


ভুলের মাসুল, নাকি ভাগ্য,
পিচঢালা পথের কি দোষ?
ওরও স্বপ্ন আছে,
কেউ কি জানতো?


সান্ত্বনা নেই না,
মনতো শান্ত না।
অকাজের কাজী খোঁজে মন্ত্রণা,
ভুলে যন্ত্রণা।


এক গুচ্ছ স্বপ্ন আছে,
কেউ কি শুনবে?
এক সারি গল্প আছে,
কেউ কি জানবে?


কোন ইচ্ছে নেই,
পথের আবার ইচ্ছে কী?


ব্যস্ততা চলে যা।
আমি দেখব ভাগ্য।
গুনবো দিবস।
দেখব রজনী।


কোন চিন্তা নেই,
পথের আবার চিন্তা কি?