একটা প্রেমের কবিতা ,লিখতে ইচ্ছে করে খুব।


কালো মেঘের মত গাম্ভীর্য তোমার ,
শৈশবের সমস্ত সাহস এক করে ,
তোমার সামনে যেতেই ,
আমি একাকার ।


সরলতার অসাধারণ চাহনী
চঞ্চল অবিচল তুমি।
ফের আবার ,আমার থমকে দাড়ানো ,
দাড়ায়োন ভাব নিয়ে আমি নিশ্চুপ।


আজও বলা হয়নি প্রিয়া ,
ভালবাসি তোমায় খুব খুব ,,,,,,।


সংযত সময় পেরিয়ে ,
পেরুতে হবে দুঃসময় ।
অভাবী আয়োজনে বিভাজন হয়।
কারবারী আলোচনা আলোকিত ভয় ।


ওবেলার অবহেলা অভিভূত ভূত,
প্রেমের কবিতাতো লিখছি ,কী আশ্চর্য অদ্ভুত।


ভালবাসি বলতে এখন আর সাহস লাগে না ,
তোমাকেতো আর ভালবাসি বলতে হয় না।


ডিজিটাল রিলেশন , যায় আসে ,
প্রতারনার প্রমোশন , চার পাশে,
ফিস ফিসে ফেসবুক ,
নিকোটিনের সুখটানে , সুখের অসুখ।


তোমায় এখনো বলি,
ভালবাসি খুব।


সেদিনের অপেক্ষা, যক্ষায় জর্জরিত ,
সুদিনের শাসন ,শোষণে প্লাবিত ,
পরিবর্তিত বিবর্তন ,বিবেক বিকশিত,।


মধ্যবিত্ত প্রেম ,রিসার্চ লিলিপুট
চার দেয়াল , চা বিস্কুট।


ধুর ছাই ,
আমিতো প্রেমের কবিতা লিখছি,
যেখানে বলব , তুমি অপরুপ,
তোমায় ভালবাসি খুব।


07/06/2021