বাসি না ,ভালো তো আর বাসি না,
ফিরে আসা স্মৃতি,
ফিরব  প্রতিশ্রুতি,
ফেরার অনুভূতি পাই না ।


পরে না মনে কি পরে না ?
সেদিনের মিলে যাওয়া স্বপ্ন," ভুলব না "।
সেদিনের পথ চলা,আজো আছে,
সুদিন পথ চেনে না।


ভুলতে চাই, ভোলা-তে নিষেধ জানো না?
স্বাধীন প্রীতি শুভেচ্ছা, মানো না?
বাঁচা কেন তবে, বাঁচব কিভাবে?
সিগারেট শেষ হয়,
তবু জ্বলা থামে না।


সেই পড়ার ফাঁকে, চায়ের চুমুকটাতে,
জমানো স্মৃতি, কবিতা অনুভূতি
ঘরে ফেরা, মন চায় না, ।
তারপরই প্রেমে পড়া,
হঠাৎ থমকে যাওয়া,
যোগ্যতা কথা শোনে না।


আজ ধোঁয়ায়, সংরক্ষণ,
জমানো আয়োজন,
চলে যাব, বসে থাকা যাবে না  ।


ভালো তো এখনো বাসি,
ভালোবাসা কেন তা বোঝে না?
প্রশ্ন অনেক, শুধু উত্তরটা
আজ আর খুঁজি না।



২৫ জ্যৈষ্ঠ ১৪২৫।