হেই আগন্তুক, প্রতিমা বিসর্জন,
প্রতিরোধ আয়োজন,
তুমি চিনলে না, ।


একটাই  কর্ম,
শোনা যাক ক্রন,
তুমি শুনলে না।


শান্তি শান্তি আছে ভুল ভ্রান্তি,
সমাসে অবকাশ ক্লান্তি।
তুমি কি বুঝবে না?  


অথৈ এর তল নেই,
তাথৈ এর তাল নেই,
বিগত আগন্তুক,
বাল আছে চুল নেই,
আর কত প্রতিজ্ঞা,
সময়ের দাম নেই।


ফিরে আসা শিক্ষা,
সামাজিক দিক্ষা,
অশালীন  স্বাধীনতা তুরুপের টেক্কা ।


অশনির শনিরে,
ভাল হতে চাইরে,
আবালের দামাল ছেলে,
হাতে চটি বইরে, ।


তবুও ভাল হব,
সমাস বদলে দেব,
হব সামাজিক শান্তি,
আহ যৌনতা প্রশান্তি।


এভাবেই চলবে,
ছেলে মেয়ে খেলবে,
পুঁজো তোর প্রতিমা,
আমিতো কিছু না, ।


বাবার হাতে চটি ছিল
আর ছুরে মারল,
এই বার এই বার,
বাবু চোখ খুলল, ।


পৃথিবীও কেঁদে ওঠে,
আর কত দেখব,
চোখে জ্বল কোথা পাই,
আর কত কাঁদব,।


বিধি শাস্তি দান মিথ্যা সংবিধান ।
বয়স আঠার, ।..........