অনেক কিছু বলার ছিল,
বলতে পারিনি। সময়ের ব্যবধানে ।
অনেক কথা বলবে বলেছিলে,
আমার সাথে , নির্জন স্থানে ।  তুমি বলনি।


অনেক অশ্রু-পুষ্প নেয়ার কথা ছিল ,
নিতে পারিনি ।    তুমি দাওনি।


আমার বদলে তাই ,
তোমার তা পাওয়ার কথা ছিল ,
আ মারি কারণে সঙ্গোপনে ।  তুমি পাওনি।


অনেক মন পঞ্জি লিখেছিলাম ,
তোমাকে দেব বলে ।    দেইনি ।


যদি তুমি বিব্রত হও আনমনে ।


বহুবার অভিমান ভাঙ্গিয়েছ ,আমার।
তাই ভেবেছিলে ,এইবার
ভাঙ্গাব আমি তোমার অভিমান ।  ভাঙ্গাইনি ।


কারণ তুমি অভিমানী।  


এইখানে তাই , আমার ভুল হয়েছিল ।
আগে বুঝিনি, ভুল হবে বলে ।
অভিমানী মুখ নিয়ে ,
তুমি চলে গিয়েছিলে,
সুখি হবে বলে।    সুখি হওনি ।


আমায় ক্ষমা না করার কারণে।


আমি সদা প্রার্থনা করি ,
তুমি সুখী হও,
যদিও তুমি দুখি নও।
কিন্তু, তুমি দুখিনী
কারণ তুমি আমার দুঃখের ভাগিনি।


যাক সে কথা ।
ভুলে যাও ব্যথা ।


আমি চলি আমার পথে ,
তুমি চল , তোমার।


শুধু মনে রেখ
আমরা কেউ কাউকে ভুলিনি , ।


কারণ ,
অনেক কথা না বলা রয়ে গেছে।
কিন্তু, তা কোনদিনও বলব না ।


সময়ের ব্যবধানে ।


তারিখঃ ০৩/১০/২০০৪