স্বপ্ন তোর দুয়ার খুলে দে,
আমি একটু আসব, দেখব তোরে।
তোর বচন বাচন , ভঙ্গি ভাবন,দেখব দাড়িয়ে,
স্বপ্ন দে না, তোর দুয়ার খুলে দে ।


ঘুমের ঘোরে তোরে দেখি,
ঘুম ভাঙতেই, ভাঙা চকি,
আলো আসছে, আলো আঘাতে।
জানলা খুলল কে?
স্বপ্ন কি এসে ছিল,? জানলা খুলে।
চাই না তোর আনাগোনা,
আমার স্বপ্ন, আমার ভাবনা।
আমি শুধু চাই তোরে দেখতে,
তুই দুয়ার খুলে দে।


আমার রাত্রি আসে, যাত্রী বেশে,
যাত্রী জাগা, রাত বিকাশে, কান্না হাসে,
কান্না খানি, কান পেতেছে।
এই বুঝি খুলল দুয়ার, স্বপ্ন দুয়ার খুলেছে।
এই স্বপ্ন দে না, তোর দুয়ার খুলে দে ।