মন খারাপের বন্ধু আমার,
তোর জন্য আছে তেঁতুল চা,।
২০ টাকায় মন ভাল হয়,
তোর আমার ,
২২ টাকা আর লাগবে না।


মন খারাপের আলাপ কে বলিশ,
শহীদ মিনারে দেখা করতে।
তেঁতুল চা খাইয়ে দেব,
বীরশ্রেষ্ঠে নাম লেখাতে।


ভুড়ু উচিয়ে তাকিয়ে থাকা তোর স্বভাব,
ছোট ভাইটাও দেখি তাই করে।
যাই বলিশ ভাই,
শত ভুলের মাঝে ২২ টাকা নয়,
২০ টাকা এখন লাগবে যে।


কপালের ক্ষেতা পুইরে,
ধোঁয়ার স্মৃতি নেবরে, ।


তোর আমার সে আসবে না।
নিজের নিজের, আপন সবার,
নিরাপত্তাহীন চিন্তাটা।


এখন থেকে না হয় ২২ টাকা তোর,
আমার তেঁতুল চায়ের ২০ টাকা,
নিদ্রাবেঞ্চি বিষ খেয়েছে,
আমার ছোট ভাইরে বলিশ না।


নিকোটিন আর টক ধোঁয়ার স্বাদ,
তুই আর সে ছাড়া ,
কেউ বুঝবে না,।


২২ টাকার ধোঁয়া নিয়ে,
চলে আসিস শেষ বিকেলে,
অপেক্ষারা মিনিট সেকেন্ড গুনে,
২০ টাকার চায়ের চুমুকটাতে।