কাল বিকেল বেলায়,
এসো,
আমার একলা থাকার ঘরে।
দেখবে তখন,
নিয়ম নীতির অন্তরালে,
নিয়ন বাতির খুঁটি থাকে,
একলা আড়ালে ।


ভালবাসার স্বার্থ কথায়,
সার্থকতা,
পেয়েছি তোমারে।
তোমার কথায় কি আসে যায়?
যে কটা দিন একলা ছিলাম,
কোথায় ছিলে?


দুঃখ, দিন, রাত আকাশে,
বৃষ্টি আসে, রোদের আঘাতে।
আঘাত ব্যাঘাত, ব্যর্থ ছিল।
যদি কাল বিকেলে আসতে।
তখন বয়স পঁচিশ।
পাঁচিল টপকে।
দিন দুপুর দেয়ালে।


অনেকটা রাত, বিকেল খুঁজেছি,
নিয়ন আলোতে,
আলোর ভুবন সকাল ছড়ায়,
ভোরের বাড়িতে।
আহা ভোর, ভুবন বিভোর।
কোথায় তোমার রঙ চটা ফুল,
এখন আমার পয়সা আছে।


আমার পয়সা,
চরকি কাটে। চরকি চালে।
চরকি চোয়ালে।
পয়সা ভাতে কাক পেয়েছি।
তুমি মানুষটা হারালে।