যাচ্ছি কোন পথে, বলছি নিজেকে।
যাচ্ছি এগিয়ে , জানিনা কোন ঘূর্ণিপাকে?


স্বপ্ন আঙিনায়, স্বপ্ন ছুঁয়ে যায়।
হাত বাড়াতে বাড়াতে সময় ফুরোয়।
অজান্তেই কেউ বলে ওঠে,
হে সময় যদি একটু থামতে।


সময় কারো আপন নয় ,
আপনে সময়ের ভঁয়।
স্বার্থপর জিজ্ঞাসে , সময় বলে ওঠে ,
আপন-পর বিবাদে ,আমি বাঁচব কিভাবে?


কত কথা বলতে চাই,
ঘুরে ফিরে কথা বলি একা একাই।
বিবেক মন দিয়ে শোনে ।
হঠাৎ করেই থেমে যাই,
যখন বুঝি, বিবেকও আবেগ খোঁজে।


সিগন্যাল আঁটকে যাওয়া ট্রেনের মত,
রঙ চায়ের চুমুকে ,
নিজেকে বলি, আমি থামতে পারি,
আমি থামাতে পারি আমাকে।


আমিতো থেমে গেলাম,
জীবন আর তুমিতো যাচ্ছ এগিয়ে।
হতাশার ঠাণ্ডা-গরম বাতাসে ,
ভালো থেকো ,সময়ের সাথে।


হা হা হা কি সুন্দর তোমাদের ভালো থাকা।
বিদায় তোমাদের সাংবিধানিক ভালো থাকাকে।