ভালবাসতে কে করেছে মা-না,
রঙিন স্বপ্ন ,ভুলের অযত্ন,। আ-না,
ভালবেসে ভুলেই যাওয়া, । যা-না ,।


আদর আছে, ছিঁড়ে ফেলার চিঠি
মুচকি হাসি, বলতে বলেছি ,
কাঁদব যখন, একা পায়ে চটি,
ছেঁড়া ফুলের গন্ধ পরিপাটি।


সাদর বলি, চাদর গাঁয়ে তোরা ,
আবার বলি,আবার জিজ্ঞাসা,
আপন পরের, বন্ধ গলির ওরা
যদি, কিন্তু কেন এলি, ?
আসল নাতো আসার কথা যা-রা।


লিখছি এখন ভালবাসতে মা-না,
আবার নতুন ভোরে, ভোরের যাদুটোনা,
বৃষ্টি হবে, ভারী যন্ত্রণা,
আমি যে বন্ধু,কাঁদতে পারি না।


#২৩ জ্যৈষ্ঠ ১৪২৫।