তুমি আসবে বলে ভবিষ্যৎ,
আমি কবিতা লিখছি , ।
তুমি আসবে বলে ভবিষ্যৎ,
আমি ভাবছি, ভেবেই যাচ্ছি।
ফেলে আসা জুতো জামার মত,
সেই ফেলে আসা অতীতের  কথা,।
যখন ঐ উচ্চ শিরে দাড়িয়ে থাকা,
লাল সবুজটা দাড়িয়ে ছিল না  ।
যখন কৃষকের হাতে লাঙলের বদলে ছিল,, রাইফেল, মেশিনগান, মার্টার ,
আর, স্বজন হারানো ব্যথিত আত্মার,
এক মুষ্টি স্বপ্ন।
যখন মায়ের বুকে ছিল হাহাকার, বুকফাটা আত্মচিৎকার ,চোখে ছিল অনল, অশ্রু বন্যা।


তোমাকে পাবার আশায় ভবিষ্যৎ, ঐ সকল মানুষেরা হয়েছিল বেহুঁশ।
যারা তোমাকে একথাটি বলার সময় পায়নি ---------
---------" তুমি কবে আসবে ভবিষ্যৎ?
            কবে আসবে? "
সেই ভবিষ্যৎ এসে চলে গিয়েছে,
আজ পঞ্চাশ বছর।...............................  


তবুও যেন ভবিষ্যৎ, তুমি আসোনি,
তুমি আসোনি আমাদের মাঝে।


কেন ভবিষ্যৎ, কেন তুমি আসোনি?!
তুমি কি বুঝতে পারছো না,
তুমি না এলে ,
আমার এ  কবিতাটি, অসম্পূর্ণই থেকে যাবে।
তুমি না এলে,
আমার এ ভাবনা , শেষ হবে না কোনদিন।  


তোমাকে আসতেই হবে ভবিষ্যৎ,
তোমাকে আসতেই হবে ।


আমার কবিতার জন্য না হোক ,
আমার ভাবনার জন্য না হোক।
প্রত্যেক ভোরে ফোঁটা, শত গোলাপের মত,
হাজারো শিউলিকে আশীর্বাদ করতে,
তোমাকে  আসতেই হবে, আসতেই হবে।


        ------------------------------


এই লেখাটি লিখেছিলাম, ২১-১০-২০০৫ ইং তারিখে।
তখন আমাদের আকাংখিত ভবিষ্যতের বয়স ছিল ৩৪ বছর, আজ ৫০। অবস্হার কোন পরিবর্তন হয়নি।
"আমি এখনো আশাবাদী সেঁ আসবে।.................