আঘাতে আঘাতে, পাওয়া না পাওয়াতে ,
ক্ষত-বিক্ষত অতীতে , মুখ-মলিন মুচকি হাঁসিতে ,
তোমার নীরবতার নিশীতে ,
আঁটকে যাওয়া আমি , এখনো খুঁজি তোমাকে
তুমি জানো কি ?


হাতড়ানো স্মৃতি , হারানো প্রভৃতি,
বলি ফিরে আয়, সন্ধ্যা কাঁনায়,
আমি যাব কোথায় ?
আজ যে হারিয়েছি নিজেকে ।
তুমি আসবে কি ?


সন্ধ্যা এখন , এসো না যখন তখন ,
কাজ ফিরে যায়, তোমাতে হারায় ,
তলব তনু তাড়িয়ে বেড়ায় ,
যেন কাঁদবে এখনি ।
আমি কাঁদব কি ?


কেঁদে যায় মন , কাঁদাবেই এমন ।
আগে কেন বুঝিনি?


ভুল সাধারন , ভুলোপ্রবণ
ভোলা যায় না কেন সবি ?
ভুল অভাবী ।