ব্যস্ত শহর, কত আপন
শহুরে ভাব, শহুরে জীবন,
ক্লান্তি নেই, শুধুই ইচ্ছে পূরণ ।


স্বপ্ন -টপ্ন এখন আর দেখি না,
আবেগী আকাংখা ,পথ চেয়ে বসে থাকা।
কে আছে এমন, কে হবে বন্দনা।?


এই বেশ ভাল আছি, কালের চিন্তা করিনা।
দিন শেষে অনেক প্রাপ্তি, ভালবাসা ,কাঁদে না।
টাকার মূল্য চিনতে ,
একটা জীবন ,কত বাসনা ।


বুড়ো বয়সে ভীমরতি, ধুর, এটা কিছুইনা।
তবুও কথা থাকে, একা পথ যখন হাঁটে।
জিজ্ঞাসা আর উত্তর এক সাথে,
মনতো অবুঝ, কেউ কি জানতে। ?


যোগফলের অপেক্ষা।
কেউ কি মনে রাখবে...............।?