কইছিলাম, এমন গরমে বাইরে যেওনা
মুখপোড়ো হয়েই ফিরে আসলে ঘরে,
কী দরকার ছিল? ভাত-ডাল-সবজি
সবইতো রয়েছে হপ্তাখানেকের তরে।
#
কপালে ঘাম নেই, পায়ের পাতা পুরোটাই ভেজা
রক্ত নেই, যেন ইচা মাছের শরীর
এসো, পাখাটা কোথায় রেখেছি, বসো,
শুয়ে থাকো আমার কোলে একটু থির।
#
এমন রোদের বেলায়, যেন দোজখের আগুন জ্বলে
গাছেরা অভিমান কইরা অনড় দাঁড়ানো
আমিতো পারিনা, তোমার উপর রাগে-ক্ষোভে
বাদ দেব তোমার পাশ মাড়ানো।
#
এসো, শীতল হও, আলিঙ্গন করো আমায়
আমার বৃষ্টিতে তুমি হও স্নাতক
আমাকে ভেঁজাও, তুমিও ভেঁজো
ভালোবাসা দাও, অভিমানী চাতক।