জানিস, তখন আমাদের বাড়ির উঠানে
মূর্তা-বেতের পাটি বিছিয়ে, সন্ধ্যার পর
বিদ্যুৎ ছিলোনাতো, কতজনেরইবা সামর্থ
কেরোসিন কিনবে, চাঁদ ছিলো ভরসা
বাড়ির বুড়ো-শিশু সকলেই মজার গল্পে
বিবেক-মানবতায় ডুব দিয়ে স্নাত হতাম
সেই স্নাতকেরা দূর্নীতি-বিবেকহীনতার বাইরে বাস করত।
আজকের বাস্তবতা তুই কেবল মানসচক্ষু খুলে দেখ!
বানান করে বলার দরকারইবা কী
মানবতা মৃত্যূমুখে, টাকায় কেনা স্নাতক
পাতার তলায় পিষ্ট হয়ে।
তুই স্নাতক হবে, আমার কাম্য এটা নয়, পারলে একটা মানুষ হবে।
২৭/০৬/২০১৭