একটা গল্প হবে?
কষ্ট ছাড়া, মৃত্যু ছাড়া;
বাঁধন হারা-
হৃদয়খানির যেথায় অবাধ চলাফেরা,
মুক্তি পাওয়া শরীরখানি ছুটছে যেথায় ছন্নছাড়া,
এমন দেশের গল্প হবে?


হোকনা ছোট,
থাকুক তাতে অনেক অনেক বানিয়ে বলা।
তবুও থাকুক একই সাথে সবার বসা,
সবার হাসি, সবার চলা।
দুঃখ- সুখ-আনন্দটা সবার মাঝে ভাগাভাগি,
যুক্তি-তর্ক, অভিমান, সবাই মিলে রাগারাগি,
আরো যত মনের কথা
মনের ব্যাথা, মুহূর্তেই সবার কানে-
পৌছে দেওয়ার অমন সুখে, মৃত্যু যেথায় হার মানে।
এমন একটা গল্প হবে?


শোনছো পথিক, বলতে পারো? কোথায় এমন গল্প মেলে?
শুষ্ক হেসে, বললো কি যে!
"একই গল্প খুজছি নিজে,
জানিয়ে যাবো হদিস পেলে।
আমার জন্য পাইই যদি তুমিও না হয় ভাগ নিও,
সবার সকল মুক্তি বেচে, মূল্যটা ভাই চুকিয়ে দিও।"