প্রতিশোধের বহিঃপ্রকাশ
প্রতিহিংসার অনল
পুড়ছে  জাতি পুড়ছে ভাগ্য
বাড়ছে সংশয় প্রবল


জীবন যাত্রা আজ অন্য ধারায়
সত্য আজ নির্বাসিত কারায়
নহে এ নহে একক সময়
ঘটবেই ঘটবেই একদিন সত্যর প্রলয়


আজিকার মহাশয়
কালিকার সংশয়
তারই পরে হয়ত আসিবে প্রলয়
করিতে পারিবেনা কেউ
তাহারে রুদ্ধ কোন রুদ্ধালয়


নহে নহে এই সত্যর ক্ষয়
সত্যর সৈনিকরা তো অকুতোভয়
বাজিয়ে সে রণ বীণ
করিবে উত্থান আনিবে সুদিন


মহা দূর্যোগ মহা প্লাবন মহা সংকট


আজ জাতির পাণে
হঠাৎ কোথা হতে কে
ফেনাইয়া উঠিয়া বিদ্রোহ টেনে
আনে কে জানে ৷


জাতি আজ আছে চেয়ে সেই
বিপ্লবীর পাণে
কে কেমন আসিবে কখন কেউ
না তা জানে


হয়তো সেই সাত শ্রেষ্ঠ বীর
জন্মিবে পূর্নবার
হয়তোবা তাহারা করিবে পূর্নবার জাতিকে উদ্ধার ৷


যুগযুগান্ত ধরে বীরেরা নাহি মরে
অন্যায় আর শোষন জুলুম
বারে বারে মরে তাহাদের তরে
থাকিতে সেই বীরদের পবিত্র রক্তের ধূলি
কেমনে এই জাতি বিপ্লবতা কে ভূলি


ভেঙে যত বাঁধার শৃঙ্খল
যত ভয় সংশয় যত সন্দিহান
বিপ্লবতার জনস্রোতে
আজিকে করিবো সব বলিদান।