হৃদয় যন্ত্রনা


কে জন বলে দেহ ক্ষত যন্ত্রনা বিষম
হৃদয় ক্ষত যন্ত্রনা সে মৃত্যুসম


মৃত্যু যন্ত্রনা সে তো দেহবিচ্ছেদ
  ক্ষনিক যাতন
হৃদয় ক্ষত যন্ত্রনা সে তো নিরব দহন
ক্ষনে ক্ষনে প্রতিনিয়ত মৃত্যুযাপন


অনুরাগ সেতো এক কষ্টের সমুদ্র
দহনে দহনে হয় হৃদয়ের রক্তক্ষরন


ক্ষনকালে সুখে হয় স্বপ্নচারন
বাস্তবতায় পুড়ে যায় অলীক স্বপন
যাকে নিয়ে দেখা হয় হাজারো স্বপন
সহস্তে করে যায় কালিমা লেপন


বেঁচে থাকার সে রঙিন স্বপন
দুঃস্বপ্নে বদলে যায় যে ছিল আপন
নীরবে চলে হৃদয় দহন
নিঃশব্দে অশ্রুসিক্ত দু নয়ন।