বাংলার আকাশ আজ ছেয়ে গেছে
হতাশার কুয়াশায় ৷
সফলতার সূর্য আজ ঢেকে গেছে
আজ দূর্যোগের ভীষন ছঁটায় ৷

বাঙ্গালী আজ সর্তকবাণী
উড়িয়ে দিচ্ছো ঠাট্টা ছলে
তোমাদের কারনেই যাবে সব রসাতলে
কান্না করো কিংবা আহাজারী

তখন আর কখনো পারবেনা হতে প্রতিবাদী
দেশপ্রেম তোমাদের হৃদয়ে ছিলনা কভু  ৷
পা ছাটিবে ভীনদেশীদের
ডাকিবে তাদের প্রভু ।