''সকল ছায়ারা ঘুমোলেই;
আমরা আবার ছায়াপথে ছুটি-
এতো মোদের স্বর্গপথের আভাস-
কিংবা মদের বোতলে সোনার গুটি।
সকল ছায়ার অন্তরালে একা-
বসে কয়েক প্রহর অপেক্ষার-
তার তরে আমার হবে দেখা-
এতো যেন কাব্যিক প্রহার,
কিংবা মনের দরুণ আসে প্রহার,
প্রহার জাগায় যন্ত্রণা এ বুকে;
কেউবা থাকে রাজ্যবিহীন সুখে-
কেউবা মরে স্বপ্নে ধুকে ধুকে।
তবু মোদের হঠাৎ হবে দেখা!
যদিও মোরা পালিয়ে থাকি দূর-
তবুও তাহার ঠোঁটে একি সুর।''  
আমরা আজও লক্ষ আলোকবর্ষ ব্যবধানে দাঁড়িয়ে;
একে অপরের দিকে লুকিয়ে তাকাই।
[ইহা কোনোরূপ প্রেম সম্পর্কিত কবিতা নহে]