আমি আমার জীবনে একটু কাঁচ হতে চেয়েছিলাম;
অল্পতেই যদি কেঁদে দিতেম
অল্পতেই বড্ড একা,হতাশ হয়ে-
বেমালুম ভুলে যেতাম নিজের জাত;
নিজের পাতের ভাত খাওয়াতাম রুচিকে;
ইস',বড্ড অশুচি হতাম কি তবে?
ইস' অরুচি চেয়েছিলুম একটিবার।