আমি চার্মিনার হাতে,সেই অভিজাত ভীড় ঠেলে এগিয়ে;
হঠাৎ করে পুরনো কালি মন্দিরের পাশে দাড়িয়ে ভাবি-
ইস,যদি একটি বার,সামনের দোতালা বাড়ি হতে কেউ বেরিয়ে এসে আমাকে সযত্নে বলে,''কি ব্যাপার এখানে কি?''
বড্ড আশাগো এই বুকে,যদি দস্যুদের মত তুলে নিয়ে যেতে পারতুম তোমাকে।।
৬০'এর দশকের ফিল্মের মতো করে হুংকার দিয়ে-
বলতে যদি পারতুম,''তুমি আমার,তুমি আমার।''