বিষময় এই বিষের শহরে
নিত্য শুধু হচ্ছি হতাশ
পাচ্ছি না তো বুকের খাঁচায়
একটু খানি শুদ্ধ শ্বাস !


রক্তে ভেজা এই যে মাটি
প্রাণ দিয়েছে আমার ভাই
স্বাধীনতার রুগ্ণ স্বরূপ
দেখছি আমি সর্বদাই !


দূর্নীতির ই করাল গ্রাসে
পুড়ছি মোরা অহর্নিশ।
কালনাগিনী দিচ্ছে ছুঁড়ে
প্রাণঘাতী এই মরন বিষ।


যাচ্ছে চুরি শুদ্ধ মেধা
কর্তৃপক্ষ নির্বিকার
অযোগ্যরি পদতলে
তোমার আমার চিৎকার।


গুম খুনের ই হরেক খবর
হচ্ছে ভীত সবার প্রাণ
নিত্য নতুন সন্ত্রাসীদের
বাড়ছে ব্যাপক আগ্রাসন।


ভিক্ষে করার শিক্ষেটা আজ
সমাজ জুড়ে করছে বাস।
খোলা বাজার চৌর্যবৃত্তি
বাড়ছে শুধু দীর্ঘশ্বাস।


করবে সেবা যারা তারা
ছুড়ি হাতে হচ্ছে কসাই
এগিয়ে দিয়ে নিজের গলা
জবাই শুধু হচ্ছি ভাই।


সুবচন গুলি নির্বাসনে
এমন কলি সময় আজ
নোংরামির ই আস্তাকুঁড়ে
উঠছে গড়ে এই সমাজ।

এইতো হল সান্ধকালীন
হতাশ করা সত্য খবর।
বলতে মানা বলছি তবু
খুঁড়ছি কিনা নিজের কবর!


থাক পিপাসা তবুও আশা
এসব কিছুর হবেই শেষ
শুদ্ধ প্রাণের অভ্যুদয়ে
জাগবে সোনার বাংলাদেশ