ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীন বাংলাদেশ,
অবাধ মোদের চলাফেরা
নেই ভাবনার লেশ।


নয়টি মাসের যুদ্ধ শেষে
বিজয় এনেছি,
তাজা রক্তের বিনিময়ে
দেশটি কিনেছি।


নিরস্ত্র বাঙ্গালীদের
সাহস ছিল বুকে,
জয় বাংলা স্লোগান ছিল
বেয়ানটের মুখে।


সবুজ শ্যামল বাংলার মাঝে
লাল রক্তের বন্যা,
কেউ হারালো ছেলে সন্তান
কেউ হারালো কন্যা।


লাশের গন্ধে এসেছিল
শকুন এবং চিল,
কালো মেঘে ঢাকা ছিল
ঐ আকাশের নীল।


ঘায়েল করেছি শত্রুদের
করেছি রণতরী বিকল,
আমার ভাইদের মুক্ত করেছি
ভেঙ্গে লোহার শিকল।


স্বাধীন মানে বাঙ্গালীদের
সারি সারি লাশ,
নতুন প্রজন্মের জানা উচিত
সঠিক ইতিহাস।