বর্ষা মৌসুমে
কোলা ব্যাঙ্গের বিকট শব্দে
আমরা ভাই- বোন ঘুমিয়ে যেতাম দিব্বি,
গভীর রাত হলে ও আম্মা ঘুমাতেন না
সেটা মাঝে মাঝে প্রকৃতির ডাকে
সাড়া দিতে গিয়ে উপলব্দি করতাম।


কারণ বাবা তখনো ফিরেনি
বাবার কর্ম স্থল থেকে আসতে মাঝে মাঝে
খুব দেরি হয়ে যেতো।


রাতের পর রাত নির্ঘুম রজনী
না খেয়ে শুয়ে থাকা
বাবা আসার প্রহর গুণা
চরম স্বামী ভক্তির উদাহরণ।


আমাদের ভাই-বোনদের থালায় খাবার দিলেও
আম্মা বলতেন পরে খাব
তখন বুঝিনি.......................।


বাইরে যাওয়ার আগে বাবার জুতা মুছা থেকে
শুরু করে সবকিছু গুছিয়ে দেয়ার মহা প্রস্তুতি
মায়ের কোন ভয়ে নয়,
সে তো স্বামী ভক্তি।


বাবা আলাদা করে বিশেষ বিশেষ দিনে উপহার দেননি মাকে
তবুও কেন জানি
বাবা সন্তুষ্ট থাকলেই যেন মায়ের খুশি।


আজ আমি মধ্য বয়সী
       বিবাহিত
সেই শৈশবের স্মৃতির ডায়েরী খুলে
মায়ের স্বামী ভক্তি খুঁজি।


স্বামী ভক্তি মা, বোন কিংবা স্ত্রী
সবারি সমান লাভ,
নইলে যে একি দোষে
সবার হবে পাপ।