জীবন একটি কর্মশালা
হরেক রকম কর্ম,
কারো কর্মে নীতির দোহাই
আবার কেউ মানে না ধর্ম ।


মানব গর্ভে জন্ম মোদের
পরিচয় দেই মানুষ,
অসৎ কর্মে বিলীন জীবন
কখন হবে হুশ ?


নীতি হীন কর্মে মানুষ পশু তুল্য,
পরকালে সব কর্মের দিতে হবে মূল্য।


কর্মে মোদের স্বর্গবাস
কর্মেই মোদের সর্বনাশ
বুঝা উচিৎ মর্ম,
সৃষ্টিকর্তার হুকুম পালন
মানুষের মূল কর্ম।


কর্ম গুণে ধিক্কার পেলে
বৃথা মানব জীবন,
সব মানুষের সৎ কর্মে
ফুটে উঠুক ভুবন।