আমার গায়ে ময়লা বলেই
তুমি পরিষ্কার,
মোর উৎসর্গতায় পূর্ণ তুমি
তবুও কেন তিরষ্কার?


আমার দেহের রক্ত দিয়ে
তোমায় সুখে রাখি,
বঞ্চনাতে প্রহর গুণার
আর কত কাল বাকি ?


আমার মাথায় কাঁঠাল ভেঙ্গে
নিত্য আয়োজন,
পশুর মত দূর করে দাও
ফুরালে প্রয়োজন।


আমার পরাজয়ে পর
তুমি জয়ের মালা,
তোমার মাঠে ফসল ফলাই
শূণ্য আমার থালা।


আমার সুখ কেড়ে নিয়ে
তুমি সুখের রাজা,
চিরদিন কি রয়ে যাব
তোমার রাজ্যের প্রজা ?