তোমার চাহনিতে আগের মত আকষর্ণ নেই
নেই তোমার সেই মুক্তা ঝরা হাসি,
প্রিয়া, তবু তোমায় ভালবাসি।


তোমার কোমল হাতের ছোঁয়ায়
এখন আর শিহরণ জাগে না
মনে হয় কোন জড় বস্তুর ছোঁয়া,
তবুও তোমার প্রতি কমেনি এতটুকু মায়া।


তোমার বাহারি চুল গুলো, কেন জানি
এখন আর বাতাসে উড়ে না
টানেনা আমায় আগের মত তোমার পানে
তবুুও তোমায় ভালবাসি হাজারো গানে।


এখন আর নেই তুমি
সেই অপরুপা
নেই মিষ্টভাষী,
কেননা, সবি কেড়ে নিয়েছে ঐ প্রবাসী।


যার কাছে তুমি সুখ পেতে ছেয়েছিলে
ছেয়েছিলে সীমাহীন বিলাসিতা,
         কই ?
সুখ তো তুমি পাওনি
কেন আজ তোমার জীবনে বিষন্নতা ।


দুঃখটা না হয় আমারি থাক
তবুুও অভিশাপ দেব না
তোমারি সুখের কথা করি কামনা।


যদি কোন দিন ফিরে এসো
এই অভাগার দ্বারে ,
ফিরিয়ে দেব কি আমি
এত ভালবাসি যারে ?