ক্ষণিকের পৃথিবীতে কেউ ছুনোপুঁটি
আবার, কেউবা রাগব বোয়াল,
নিজের স্বার্থ ঠিক রেখে
করি শূন্য পরের গোয়াল।


ভেদাভেদের স্তম্ভটা পাহাড় সমান উঁচু
মনুষ্যত্বের আচরণ যায় না বুঝা কিছু।


দিন রজনী সবি সমান, কিছু লোকের তরে,
ক্ষুধার জ্বালা পেটে রেখে আর্তনাদে মরে।


কঠোর শ্রমে দিন কেটে যায়
রাস্তায় রাত যাপন,
কখনো কি ভাবি মোরা
ওরাই মোদের আপন ?


দুঃখের দিনে মোদের পাশে
সাহস যোগায় ওরা,
সুখের দিনে তাদের ভুলি
কেমন মানুষ মোরা ?