আমি ডরাই আখিরাতে
ইহকালে নয়,
মুমিনের আচরণ এমন হবার নয়।


মুমিন যদি হও তবে
ডরাও দু’কালে,
খোদার আশির্বাদ
লাগিবে তোমার পালে।


ইহকাল শুদ্ধ হলে
পরকালে মাফ,
খোদা তবে সব গুনাহ
করে দিবেন সাফ।


খোদার চরণে সদা
নুইয়ে যাও মাথা,
তিনি ছাড়া কে বুঝিবে
এই অভাগার ব্যথা।


খোদার রহমত মুমিনের তরে
সদা বহমান,
তিনি মালিক তিনি সবি
তিনি রহমান।