ললনা,
দেয়ালের কাছে লুকিয়ে কি যেন
দেখছিলে সেদিন,
হেলে পড়া রোদের কিছুটা ঝলক
তোমার বদনখানি করেছে
আরো মায়াবী।


পথিকের বেশে হেঁটে যাওয়া আমি
হঠাৎ থমকে দাঁড়াই!


কালো টিপ কপলে তোমার
কালো শাড়ীতে পেঁচিয়ে
যেন সত্যিই তুমি এক পরী।
মূহুর্তেই আমার কবি মনে
হাজারো ছন্দের পতন।


ললনা,
ভাবনার দোলাচলে
ছুঁতে চাই তোমায় একটুখানি,
তুমি পরী নও নিশ্চিত জেনে
প্রেমে পড়ার আকুতি আমার।


ললনা,
আমার অবুঝ মন বলে
হওনা তুমি পরী
তাতে কি?
আমি ডরাই নাকি?
আমি তো প্রেমিক
আমি তো পথিক
আমি বারে বারে সে পথের পথিক হবো
দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা
তোমার সূর্যমাখা বদনখানি
দেখে আপ্লুত হবো
কবিতার ছন্দ পতন হবে আমার।


ললনা,
এসো না আরেকবার
সে দেয়ালের আড়ালে
অবাক করা কবিতার ছন্দ মিলাই।