সভ্যতা ভেঙ্গে গেছে ,
দুমড়ে-মুচরে পড়া সময় কাকের খাদ্য যখন ।
একটি কণ্ঠ ছিল,
বাতাসে মিলিয়ে যাবার অপেক্ষায় বসে আছে ।
আমার খুন করতে ইচ্ছে করে,
খুনে খুনে ভরিয়ে দিতে ইচ্ছে করে
গাল,কপাল,চোখ,ঠোট।
যেন আর কোনো সভ্যতা না ভাঙ্গে,
আর কোনো সময় বদলে না যায়,
আর কোনো অবহেলা বরাদ্দ না হয়,
আর একটি স্বপ্নও যেন না গড়ে উঠে।
থু থু আসে, কান্না আসে,
শুধু হাঁসিটাই আসেনা ।
খুনের সময় পাগলের মত হাঁসব।
জন্মের স্বাদ,আল্লাদ এক খুনেই রক্তাক্ত করব।
ঐ রক্তের মধ্যেও থু থু দিব,
কান্নায় ঝড়ে পরা জল দিব ।
তবুও হাঁসতে থাকব,
খুনের জন্য, পাপের জন্য হাঁসব।
নির্মম থেকে নির্মম,
নিষ্ঠুর থেকে নিষ্ঠুর হয়ে গায়ে খুন চালাব।
ঘৃণার নিষ্ঠুর রূপই ভালবাসা ।
সেদিনের পর আর আমি বোঝা নই,
আর আমি মানুষ নই,
আর আমি প্রকৃতি প্রেমি নই,
আমি ছাত্র নই,
কবি নই,
ঘৃণ্য নই,
মিথ্যে বর্ননা নই,
শুধুই খুনি আমি।