তোমরা হা কর , আমি বীর্যপাত করি ।
রাগের বীর্য,অভিমানের বীর্য,দুঃখের বীর্য,পাথুরে কথার বীর্যে
আমার অন্ডকোষ ফুলে গেছে।
টনটনে ব্যাথা নিয়ে আর চোখ বন্ধ হয়না।
এবার হালকা হওয়া দরকার।
ভীষন ঘুম দরকার।
কিন্তু তোমরা হা না করলে নষ্ট হবে সব।
মাটিতে পড়ে নষ্ট হবে,
দামি সব রাগ,অভিমান,পাথুরে কথা ও সব ।
আমি চাই ওগুলোর বংশ বিস্তার।
কেন তোমরা একটু সইবে না,
বইবে না,
দেখবে না,
জানবেনা না তোমাদের মতই মানুষ আমিতে কত দহন?
তোমরা একটু বোঝো,
বোঝো একটি মানুষের গল্প,
আমি মুক্তি পাই।
তোমরা হা কর , আমি বীর্যপাত করি ।
অন্তহীন খোলা প্রান্তে জমে থাকা দুঃখ,
অজস্র সময়ের পালা বদলে নিমন্ত্রণ,
দুঃখ আর কষ্টে সাজানো বেডরুম;
এসব কিছু আমার একার হতে পারেনা ।
প্রতিটি দুঃখ আজ কালজয়ী,
ওরা বেঁচে থাকার আশায় রূপ নিয়েছে বীর্যে।
আমি ওদের মেরে ফেলতে পারিনা,
নষ্ট করতে পারিনা,
মাটিতে ফেলে অযথা ধুলো করতে পারিনা,
ওরা বেঁচে থাকবে তোমাদের মাঝে।
ওরা লালিত হোক, পালিত হোক,
তোমরা বুঝ সামাজিকতার বলি কি ভয়াবহ।
কি দুঃখ,কি কষ্ট,কি অসহ্য যাতনা।
তোমাদের ভেতর দুঃখ নামক সন্তানের জন্ম দিতে হবে।
তোমরা হা কর , আমি বীর্যপাত করি ।