সেক্স কি সঙ্গম কি লিঙ্গ কি
আমি ভুলে গিয়েছিলাম।
সৌখিন সময় পরশ বুলিয়েছিল
সুরেলা হৃদপিণ্ডের কোমলতায়
কাম ছিলনা,কামনা ছিল
ভালোবাসা ছিল, মুগ্ধতা ছিল,
স্বপ্ন ছিল, ব্যাস্তাতা ছিল চেয়ে দেখবার,
সন্ধায়,সকালে,দুপুরে,রাতে,মাঝরাতে,
মুহুর্তে,সুসময়ে,অসময়ে সব কিছুতে খবর নেবার।
অত কিছুতে মনে পরেনি আদিম রিপু
যা পুরুষ কে স্বামী করে,শ্বাষক করে,ধর্ষক করে।
বিকেল শেষে হাটতে গিয়ে মনে হল
চারপাশ হাসছে আমাকে ঘীরে,
প্রশ্নের শূলে বিদ্ধ করছে,
তুমি কি আর পুরুষ নও?
তুমি কি ক্লিব?তুমি কি জড়?
রেইন ফরেস্টের জঙ্গল কি দেখনা?
আমি চুপ,ছিমছাম।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দালান,
ইলেকট্রিক লাইনের খুটি,
বারান্দায় শোকাতে দেয়া জামাকাপড়
সবাই আমাকে তাদের মধ্যকার কাম জানাচ্ছে।
ছয় তলা দালানটিকে বলি পাশের চার তলা দালানে হেলে পর
সাড়া রাত ভরে হেলে পর,
দুপুর ভরে,সকাল ভরে,সন্ধা ভরে
হেলে পর,সঙ্গম কর,চূরমার কর,রক্তাক্ত কর,
জানালা,দরজা,কপাট খুলে প্রবেশ কর।
রাস্তার কুকুর হয়ে যাও সব,
পিছন পেতে দাও,
মুখ পেতে দাও,
মাখামাখি কর,লেহন কর,পূর্ণ হও।
সুরেলা হৃদপিণ্ড ক্লীবদের আদেশে,প্রশ্নে
প্রেরিত পুরুষ হয়ে উঠতে চায়
আমি বাধা দেই,
নোংরামি আর জৈবিক স্বত্তা এক নয়।
সাধনা আর কাম এক নয়।
লিঙ্গ আর নোংরামি এক নয়।
আধার ও নগ্নতা এক নয়।
ক্লীব-জড়রা তবু প্রশ্ন করে,
বিদ্ধ করে,অপমান করে,
পাড়া থেকে অন্য পাড়া,
ছোট রাস্তা থেকে বড় রাস্তা,
গাছ থেকে মাটি সবাই।
সরকারি রাস্তা নিজেকে বেশ্যা দাবি করে সুখ পায়,
সকাল থেকে রাত গাড়ি,মানুষ,কুকুর,বেড়াল
অন্ধ,ন্যাংড়া,হিজড়া সবাই তার শরীর পিষে পিষে চলে যায়।
ছাল বাকলা,পিচ উঠে যখন ভগ্নদশা অবস্থা
পৌর মেয়র পুনরায় রাস্তাটিকে যৌবন দান করে।
আবার সেই পিষ্টতা,পাঁচ টনের ট্রাক,
ভ্যান-রিক্সা,গাড়ি,স্কুলের বাচ্চা সবাই আবার পিষ্ট করে।
ছোট রাস্তার ড্রেন নিজেকে বিশাল গহ্বর ভাবে,
কৃষ্ণ গহ্বর থেকেও বড়,
দিন রাত ময়লা,অপবিত্র সব প্রবেশ করায় খোলা মুখ দিয়ে।
এসব থেকে পালিয়ে চলে আসি,
বোতলের ছিপি খুলতেই
গ্লাস হেঁসে উঠে,বলে উঠে-
মালে মালে আমাকে ভরিয়ে দাও।
ভড়ক করে বমি আসে।
চেয়ে দেখি এ কি?
ছবির দেবীরও কাম জেগেছে,
আগুনের স্পর্শ পেতে দেবী আর দেবী নেই,
স্বর্গে কি সব দেবতারা লিঙ্গহীন হয়ে গেল?
ডেকে নিয়ে আসি মানুষ পুরোহিত,
ধুতি,পৈতা,রামাবলি জড়ানো পুরোহিত;
বলি বসে যাও দেবীর নাভি কোমলে,
পেটে,উরুতে,গালে,কপালে যেথায় ইচ্ছা।
পুরোহিত মন্ত্র জপতে জপতে নিথর হয়ে যায়-
ওঁ দেবী নাভিকোমলায়ো নমঃ
ওঁ দেবী উড়ুকোমলায়ো নমঃ...
অসুস্থ সভ্যতা কামে কামে কাতর,
দুপুরের রোদ কামে কাঁতর,
যত্র তত্র ঘামিয়ে দিচ্ছে দেহাংশ।
বাগানের গোলাপ, সে ?
-প্রেম নেই, কাম আছে।
মাঠের সবুজ ঘাস, সে?
-প্রেম নেই, কাম আছে।
শীতল বাতাস, সে?
-প্রেম নেই, কাম আছে।
রাস্তার ফকির, সে?
-প্রেম নেই, কাম আছে।
সর্বত্র কাম, যৌনতার প্রকাশ।
এসব থেকে পালিয়ে ছুটে যাই,
মুক্তি পাই,পথ পাই না-
বিশুদ্ধ প্রেম,সময় যা হারিয়ে গেছে,
পরিণত হয়েছে ঘন জঙ্গলে,আধারে;
আর ‘ও’, রূপ নিয়েছে অন্যের কামে,
নিজের কামে, প্রয়োজনে।