যখন নামবে আধার অমাবস্যার ঘোলা কালো জলে,
ফিরে যেও নত মুখে,মিটিয়ে নিও লেনাদেনা।
এ জীবন আর প্রেম খানি করোনা কাওকে দান
ভালোবাসার চেয়ে আঘাত দিলে বেশি।
কয়েকশ বজ্রাঘাত আর ছুড়ি বিদ্ধতা দেবে তুমি আমায়-
ফুলের তাজা ঘ্রাণে শুয়ে কখনো ভাবিনি,তুমি ভাবতে দাওনি।
এ পথ শেষ হয়ে যায়,
পড়ে থাকে বিশাক্ত কোলাহল আর দুঃখ।
আমার অর্জন বলতে তুমিই ছিলে,
তোমার চেয়ে দামি আর প্রিয় কিছু ছিল না আমার।
ভালোবাসার ঠোট আর গোলাপ শুকিয়ে গেছে,
জেগে ওঠেছে বিষদাতের নীল দংশন।
বয়স শেষে তোমার ঠোট যখন শুকিয়ে যাবে,
গভীর চুম্বনে ভালোবাসার মধু তখনও যুবক-যুবতী থাকবে ভেবেছিলাম।
কিন্তু সুখ বেশ্যার মত,
অল্প সময়ের জন্য আসে আবার চলে যায়।
আমি চেয়েছিলাম তোমায় অনন্ত সময়ের জন্য,
নিজেকে সপে দিয়েছিলাম তোমার ভালোবাসার মুঠোয়।
নক্ষত্র প্রেম গড়তে চেয়েছিলাম,
রাতের বুকে নক্ষত্রের সঙ্গ।